২০২২ সালের মহালয়ার তারিখ - 2022 Mahalaya tarikh


২০২২ সালের মহালয়ার তারিখ ২৫শে সেপ্টেম্বর রবিবার ২০২২। মহালয়ার তারিখ ২৫/০৯/২০২২। ২০২২ সালে মহালয়া পালন করা হবে রবিবার সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে। 

মহালয়া দুর্গাপূজার এক সপ্তাহ আগে মহালয়া উদযাপন করা হয়। মহাভারতে উড়িষা, কর্ণাটক, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যে মহালয়ার দিন উদযাপন করা হয়ে থাকে। বাংলাদেশের কোন কোন অঞ্চলে এখনো মহালয়া উদযাপন করা হয়ে।

মহালয়া রবিবার পচিস তারিখ সেপ্টেম্বর মাসে। ২০২২ সালে রবিবার মহালয়া।


মহালয়া (মাতৃপক্ষ)


পিতৃপক্ষ শেষ সময় এবং মাতৃপক্ষ শুরু এই সুচনাকেই বলা হয় মহালয়া বা মাতৃপক্ষ। বহুবছর পুর্বে প্রলয়কালে পৃথিবী বিরাট নদিতে পরিনিত হয় সেই সময় বিষ্ণ তার অনন্তনাগ কে শয্যা বানিয়ে শুয়ে পড়লেন। এবং গভীর নিদ্রায় শায়িত হলেন। তখন বিষ্ণুর কানের ময়লা থেকে মধু ও কৈটভ দুই দৈত্যের জন্ম হয়। সেই সময় বিষ্ণর নাভিপদ্ম ব্রহ্মাকে দৈত্যরা দুই ভাই মধু আর কৈটভ হত্যা করতে উদ্যত হয়লে ব্রহ্মা ভীত হয়ে বিষ্ণকে জাগরিত করার জন্য নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তব শুরু করলেন।  

শ্রীবিষ্ণ জাগরিত হবার পর এক টানা  পাচ হাজার বছর যুদ্ধ করেছিলেন।  এক ব্রহ্ম বিষ্ণ মহাদেব সবাই নিজেদের শক্তি দেয় দেবি দুর্গাকে। তার তিনি বধ করে। যুদ্ধের আহবান করার সময় কে আমরা মহালয়া বলি।



أحدث أقدم