রথযাত্রা ২০২২ সালের শুক্রবার ১ তারিখ জুলাই মাসের। মহামারীর পর এবার চলছে রথযাত্রার প্রস্তুতি। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং শুভদ্রা কে সাথে আগামী শুক্রবার যাবেন মাসি বাড়ি

রথযাত্রা ২০২২ সালের শুক্রবার ১ তারিখ জুলাই মাসের। মহামারীর পর এবার চলছে রথযাত্রার প্রস্তুতি। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং শুভদ্রা কে সাথে আগামী শুক্রবার যাবেন মাসি বাড়ি। 


রথযাত্রা কি?

প্রভু জগন্নাথ স্নান যাত্রায় স্নান করার পর খুবই অসুস্থ হয়ে পড়েন। আর এই পক্ষকাল সময়ে অবসরে ভক্তদের সেবা ও চিকিৎসকের চিকিৎসার অধীনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হলে, প্রভু জগন্নাথ বলরাম ও শুভদ্রাকে সাথে নিয়ে মাসি বাড়ি গমন করেন। আর এই গমন কাল কেই বলা হয় প্রভু জগন্নাথের রথযাত্রা।


রথযাত্রা কেন পালন করা হয়?


রথযাত্রা কেন করা হয় তার উন্যতম কারন হচ্ছে রথযাত্রা পুর্নতিথী ও উৎসব।  প্রভু জগন্নাথ এই পুর্নতিথীর দিনে মাসি বাড়ি গিয়েছিলেন। তাই এইদিনে হিন্দু শাস্ত্রমতে যদি কেউ প্রভু জগন্নাথ রথের দরি টানেন তাহলে  পুর্ন্য লাভ হয়।


আর এই দিনে যেকোন শুভকাজ যেমন গৃহ প্রবেশ, গৃহরম্ভ, চুক্তি, যেকোন কাজ শুভ কাজ বলে মনে করা হয়। শ্রী জগন্নাথ ধাম পুরী সহ ভারত বর্ষের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে রথযাত্রা পালন করা হয়।


রথযাত্রা কবে ও রথ-মেলার তারিখ ২০২২


২০২২ সালে রথযাত্রা অনুষ্ঠিত হবে, পহেলা জুলাই শুক্রবার।  প্রতিবছর রথযাত্রা হয়, আর এইদিনে ভগবান শ্রীকৃষ্ণ তার মাসি বাড়ি যান, তার ভাই বলরাম ও শুভদ্রাকে সাথে। মাসি বাড়ি গিয়ে কয়েক দিন থাকবেন, তারপর আবার ফিরে আসবেন। আর এই ফিরে আসার দিনকে উল্টোরথের যাত্রা বা উলটোরথ যাত্রা বলে।


উলটোরথ কবে উলটো-রথের তারিখ ও দিনক্ষন


উলটোরথ হলো প্রভুজগন্নাথ দেবের মাসি বাড়ি থেকে নিজ গৃহে ফিরে আসা। যখন ভগবান শ্রীকৃষ্ণ ও তার ভাই বলরাম ও শুভদ্রা বাড়ি ফিরে আসেন ৭ দিন পরে।


রথ মেলার ইতিহাস

রথমেলার প্রভু জগন্নাথ রথে করে তার মাসি বাড়ি গিয়েছিলেন। এবং ফিরে আসেন এক সপ্তাহ পর। মাসি বাড়ি যাওয়া কে বলা হয় রথযাত্রা আর ফিরে আসাকে বলা উলটোরথ যাত্রা।

Rath Yatra 2022: আগামী শুক্রবার মহাপ্রভুর রথযাত্রা, জেনে নিন নির্ঘণ্ট



তৃতীয়া তিথি আরম্ভঃ


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:
  • খ্রিস্টাব্দ– ১ জুলাই, শুক্রবার।

  • বঙ্গাব্দ– ১৬ আষাঢ়, শুক্রবার।

  • সময়– দিবা ১ টা ১১ মিনিট।

  • শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা।


তৃতীয়া তিথি শেষঃ

  • বঙ্গাব্দ– ১৭ আষাঢ়, শনিবার।

  • খ্রিষ্টাব্দ ২ জুলাই, শনিবার

  • সময়- দিবা ৩টে ১৮ মিনিট


গুপ্তপ্রেস পুঞ্জিকা মতে

তৃতীয়া তিথি আরম্ভ–

  • বঙ্গাব্দ– ১৬ আষাঢ়, শুক্রবার।
  • খ্রিস্টাব্দ– ১ জুলাই, শুক্রবার।
  • সময়– দিবা ১১ টা ১ মিনিট ৫৭ সেকেন্ড। শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

তৃতীয়া তিথি শেষ–


  • বঙ্গাব্দ– ১৭ আষাঢ়, শনিবার।
  • খৃস্টাব্দ– ২ জুলাই, শনিবার।
  • সময়– দিবা ১২টা ৪২ মিনিট ২৪ সেকেন্ড।

أحدث أقدم