আমার সম্পর্কে

আমার সম্পর্কে
ভগবান শ্রীকৃষ্ণের খুব ছোট্ট একটা ভক্ত

প্রনাম নিবেদন করলাম, সকল বৈষ্ণব গন!


আমি ভগবান শ্রীকৃষ্ণের খুব ছোট্ট একটা ভক্ত। আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে নিজেকে অর্পন করেছি। ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে যেন বৈষ্ণব জীবন কাল অতবাহিত করি, এবং সকল বৈষ্ণব ভক্তের যেন সেবাই নিজেকে নিয়জিত রাখতে এই আশির্বাদ আপনাদের কাছে পার্থনা করি।


হিন্দু শাস্ত্র অনুযায়ী, চার যুগ রয়েছে আর এই চার যুগের নাম হলো সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলি যুগ। আমরা চার যগের মধ্যে কলি যুগে বৈষ্ণব ধর্ম পালন করছি। ভগবানের সবাই ভক্ত হলেও অনেকেই ভগাবানের অন্যান্য যুগ, অবতার, বা ধর্মের বহু শাস্ত্র গ্রন্থ সম্পর্কে বা মহাভারত সমপর্কে সঠিক ধারনা বা সঠিক তথ্য জানিনা। এই জন্যেই আমি ভগবান শ্রীকৃষ্ণের খুব ছোট্ট একটা ভক্ত এই কলি যুগে, ভগাবনের এই ছোট্ট ভক্তের ওয়েবসাইট "মহাভারত" বানিয়েছি।

গীতা, মহাভারত, রামায়ন  ও মহান বৈষ্ণব ভক্তদের কাছে থেকে নেওয়া সকল তথ্য দিয়েছি

যেখানে গীতা, মহাভারত, রামায়ন ও মহান বৈষ্ণব ভক্তদের কাছে থেকে নেওয়া সকল তথ্য দিয়েছি। মহাভারত ওয়েবসাইটে কোন মনগড়া তথ্য দেওয়া হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের খুব ছোট্ট একটা বৈষ্ণব ভক্তের ওয়েবসাইট " মহাভারত " থেকে যদি কোন বৈষ্ণব ভক্তের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই বৈষ্ণব ভক্তের ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনি করি।

"হরে কৃষ্ণ"