ভক্তের ভগবান মধুসূদন
সত্য যুগের কথা। এক গ্রামে এক বিধবা এবং তার ছোট্ট বালক বসবাস করতেন। সেই গ্রামের পাশে ছিলো বিশাল বড় ঘন জংগল। বিধবা তার ছোট্ট ছেলেকে গুরু শিক্ষা দেবার জন্য অন্য একটি গ্রামে পন্ডিতের কাছে দিয়ে পাঠান।
কিন্তু ছোট্ট বালক যে পথ দিয়ে যেতেন সেই পথেই পরতো সেই বিশাল ভুতুরে জংগল। ভয়ে ভয়ে বালক টি গুরুগৃহে যেতেন পন্ডিতের কাছে শিক্ষানিতে।
একদিন সেই বালকটি তার বিধবা মাকে বলেন মা আমি আর গুরু গৃহে যাবো না। কেননা যাওয়ার পথে ঘন জংগলে আমার খুব ভয় করে।
এই কথা শুনে তার বিধবা মা অনেকক্ষন চুপ করে বসে রইলেন। তারপর কোন উপায় না পেয়ে তিনি বলেন। তোর গুরু গৃহে যেতে ভয় পাবার দরকার নেই। যখন তোর ভয় করবে তখন তুই তোর দাদাকে ডাকবি। ওই ঘন জংগলে তোর দাদা থাকে। তুই ডাকলেই চলে আসবে।
এই কথা বলে ওই বিধবা তার সেই ছোট্ট ছেলে সান্তনা দিয়ে ঘরে প্রবেশ করে নিরবে কান্না করতে লাগলেন।
কেননা ওই জংগলে ওর কোন দাদা থাকেন না। তিনি যে দাদার কথা বলেছেন সেই দাদা হচ্ছে ভগবান মধুসূদন। বিধবা শুনেছিলেন যার কেউ না থাকে তার ভগবান থাকে।
পরের দিন ওই বালক গুরুগৃহে যাওয়ার পথে যখন প্রচুর ভয় পাচ্ছিলেন তখন তিনি তার মায়ের কথা মতো দাদা দাদা বলে চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন। দাদা কোথায় আপনি আমাকে পৌছে দাও গ্রুরুগৃহে আমার খুব ভয় করছে। কিন্তু কেউ এলেন না। ভয়ে ভয়ে বালক গুরুগৃহে গেলেন। আবারও ফেরার পথে সরল মনে দাদা দাদা বলে ডাকতে লাগলেন। কিন্তু কেউ এলেন না। এই ভাবেই গৃহে ফিরে এলেন।
আর এসেই তার মাকে বললেন মা দাদা কে কত ডাকলাম দাদা তো আমার সাথে দেখা করতে এলো না। তুমি আমাকে মিথ্যে বলেছো। এই কথা শুনে বিধবা বললেন বাছা তোমার দাদা আছে জংগলে তুমি জোরে জোরে ডাকতে পারো নি। সরল মনে জোরে জোরে ডাকবে তাহলে শুনতে পাবে তখন তোমার দাদা আসবে। আর তোমাকে পৌছে দেবে।
পরের দিন যখন ওই বালক গভির জংগলে গেলেন তখন আগের চেয়ে বেশি ভয় পেতে লাগলেন আর জোরে জোরে চিৎকার করতে লাগলেন।
এবার আর ভগবান চুপ করে থাকতে পারলেন না। সয়ংভগবান বালকের সামনে তার চেয়ে বড় একটু রুপ ধারন করে চলে এলেন বালকের কাছে। আর এসেই বলতে লাগলেন, তুমি ভয়ে কাদছো কেন। আমি তো তোমার ডাক শুনতে পেয়েই চলে এলাম।
তখন বালকের ভয় কেটে গেলো, আর তার দাদার সাথে গুরুগৃহে যেতে লাগলো। যেতে যেতে বালক ভগবান কে বলছে দাদা আমাকে আসার সময় আর যাওয়ার সময় পৌছে দিয়ো আমার খুব ভয় করে। ভগবান এই কথা শুনার পর মাথা নেরে হ্যা বললেন।
সেদিন বালক তার মাকে বলছেন মা আজ দাদা এসেছিলেন আর আমাকে গুরুগৃহে পৌছে দিয়েছেন আর নিয়ে এসেছেন। এই কথা বলে বালক তার খেলার সাথিদের সাথে খেলতে চলে গেলেন। আর এদিকে বিধবা মনে মনে ভাবলেন যে ছোট্ট ছেলে কে না কে তাকে পৌছে দিয়েছে। এই ভেবে আর কিছু জিজ্ঞেস করেনি।
এইভাবেই বালক তার দাদার সাথে প্রতিদিন গল্প করতে করতে আর গল্প করতে করতে যাওয়া আসা করতে লাগলেন।আর এভেবেই একদিন বালক গুরুগৃহে তার শিক্ষা শেস করলেন।
নোটঃ এখানে নিজের মত করে গল্প টি লিখা হয়েছে। দয়ের পাত্র কথা বলা হয়নি। নেক্সট টাইম বলা হবে৷ ধন্যবাদ।