বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থপনা নবরত্ন মন্দির। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত।  নবরত্ন মন্দির হাটিকুমরুল দোলমঞ্চ নামেও পরিচিত। নবরত্ন মন্দিরের বয়স আনুমানিক প্রায় ৬০০ বছর। নবরত্ন মন্দির বাংলাদেশের সবচেয়ে পুরাতন মন্দির। 


বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থপনা নবরত্ন মন্দির। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত।  নবরত্ন মন্দির হাটিকুমরুল দোলমঞ্চ নামেও পরিচিত। নবরত্ন মন্দিরের বয়স আনুমানিক প্রায় ৬০০ বছর। নবরত্ন মন্দির বাংলাদেশের সবচেয়ে পুরাতন মন্দির।
নবরত্ন মন্দির


নবরত্ন মন্দিরের ইতিহাসঃ

নবরত্ন মন্দির আবিষ্কারের সময় এখানে কোন ধরনের শিলালিপি ছিলো বলে জানা যায়নি। যার কারনে নবরত্ন মন্দিরের সঠিক বয়স কত সেটা এখনো জানা যায়নি। তবে লোকমুখে শোনা যায় নবরত্ন মন্দির ১৬৬৪ সালে রামনাথ ভাদুরি নামে এক জমিদার তার নিজস্ব অর্থ ব্যয় করে নির্মান করেছিলেন।


ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী '' নবরত্ন মন্দির ''



নীল নদের পিরামিড থেকে শুরু করে আগ্রার তাজমহল অথবা চিনের প্রাচির সভ্যতার শুরু থেকে আধুনিক কাল পর্যন্ত বহু নিদর্শন  বা ছোট বড় ঐতিহাসিক স্থপত্য ছড়িয়ে ছিটিয়্র রয়েছে সারা দুনিয়ায়। সেরকমই একটি সেরকমই ইতিহাসের সাক্ষী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামের নবরত্ন মন্দির। যা এখন প্রায় ধংসের দিকে চলে গেছিলো। কিন্তু গত ৮ বছর ধরে দুর্গপুজা শুরু করলে নবরত্ন মন্দির সংস্কার করা হয়। এই মন্দিরের পাশে রয়েছে, শিব মন্দির।

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থপনা নবরত্ন মন্দির। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত।  নবরত্ন মন্দির হাটিকুমরুল দোলমঞ্চ নামেও পরিচিত। নবরত্ন মন্দিরের বয়স আনুমানিক প্রায় ৬০০ বছর। নবরত্ন মন্দির বাংলাদেশের সবচেয়ে পুরাতন মন্দির।



দর্শনার্থীদের জন্য নবরত্ন মন্দির



দর্শনার্থীদের জন্য নবরত্ন মন্দির টি খুব পরিচিত।  নবরত্ন মন্দিরে প্রতিদিন কয়েক শো লোকের সমাগম হয়। শুধু বাংলাদেশ নয় আসেন ভারত থেকেও বহুদর্শনার্থী, তবে দর্শনার্থীদের জন্য কোন থাকার হোটেল নেই। তবে সিরাজগঞ্জে হোটেল রয়েছে থাকার জন্য।



কিভাবে যাবেন নবরত্ন মন্দিরে এবং যাতায়াত ব্যবস্থা



ঢাকা থেকে গাবতলি বা আবদুল্লাপুর থেকে প্রতিদিনই গাড়ি পাবেন সিরাজগঞ্জ জেলা যাবার জন্য। অথবা বগুড়া যাওয়ার পথে হাটিকুমরুল পাবেন। সেখানেই নেমে যাবেন।  একজনের যাওয়ার জন্য আপনার খরচ হবে যেতে ৫০০ টাকা। নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলা থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত। 


নবরত্ন মন্দিরের কথিতো গল্প


নবরত্ন মন্দিরের পাশেই রয়েছে একটু বড় পুকুর। আর এই পুকুরেই রয়েছে বাক্স বন্দি ধন রত্ন। ইংরেজরা ভারত উপমহাদেশ এক এক রাজ্য দখল করতে থাকলে, জমিদার তার ধনরত্ন বাক্স ভরতি করে পুকুরে ফেলে দিয়েছিলাম। পরবর্তী সময় সেই ধনরত্ন কোন ভাবেই আর তুলতে সম্ভব হয়নি। এখনো নাকি বাক্স বন্দি ধনরত্ন সব পুকুরে ডুবে আছে।


আরেকটি গল্প নবরত্ন মন্দির ও মা ভবানী


একবার রামনাথ ভাদুরি তার রাজবাড়ির বাগানে দুপুর বেলা ঘুমিয়ে ছিলেন। এবং তার পাশেই বড় একটি শাপ ফনা তুলে দাঁড়িয়ে ছিলো।  রাজবাড়ি থেকে রানি ভবানী তা দেখতে পেয়েছিলো। এবং বলেছিলো রামনাথ একদিন বহু ধনরত্নের মালিক হবেন। তারপর নাকি রামনাথ মা রানী ভবানীর উদেশ্যে এই নবরত্ন মন্দির নির্মান করেন।


প্রকৃতি, প্রত্নতত্ত্ব আর আমরা...

নবরত্ন মন্দির, দেখতে অনেকটা দিনাজপুরের কান্তজীর মন্দিরের আদলে তৈরি। স্থাপিত আনুমানিক ১৭০৪ থেকে ১৭২৮ সালের মাঝামাঝি। অজপাড়া গাঁয়ে ছিমছাম মনোরম পরিবেশে অবস্থিত মন্দির টি আসলেই যেন এক টুকরো রত্ন সমতুল্য। চাইলেই আমাদের মতন যে কেউ একা অথবা পরিবারসহ ঘুরে আসতে পারেন। 


স্থান : নবরত্ন মন্দির, হাটিকুমরুল, সিরাজগঞ্জ।





أحدث أقدم