অনেকেই প্রশ্ন করেন যে নারিকেলের শুকনো খোসা দিয়ে ধুপ দেওয়া হয় কেন। আবার অনেকেই প্রশ্ন করেন সন্ধে বেলা হিন্দুরা বাড়িতে ধুপ দিয়ে কি পুজা করে। বা দোকানে কেন ধুপ কাঠি জালানো হয়। আজ এই প্রশ্ন গুলোর উত্তর খোজার চেষ্টা করবো। 

হিন্দুরা কেন ধুপ দেয়। ধুপ দেওয়ার ছবি। ধুপকাঠি।
ধুপ দেওয়ার ছবি


হিন্দুরা নারিকেলের শুকনো খোসা দিয়ে ধুপ দেয় কেন?




উত্তরঃ

হিন্দুরা নারিকেলের শুকনো খোশা দিয়ে ধুপ দেয় তার প্রধান কারণ হলো নাড়িকেলের শুকনো খোশার ধোয়াতে মসা মাছি পালিয়ে যায়, আর এর সাথে যদি ধুপ দেওয়া হয়, তাহলে সুগন্ধী ছোড়াই। যে কারনে হিন্দুরা বা সনাতন ধর্মাবলম্বী  মানুষ নাড়িকেলের শকনো খোশা দিয়ে ধুপ দেয়।

অন্যন্য জিনিষের ধোয়া চোখে লাগলে ক্ষতি করে যা নারিকেলের খোশা থেকে উৎপন্ন ধোয়াতে কোন ক্ষতি হয়না।


শন্ধে বেলা হিন্দুরা  বাড়িতে কেন ধুপ দেয়?


উত্তরঃ সন্ধে কথাটি এসেছে মুলত সন্ধি থেকে। দিন কে কয়েক রকম ভাবে ভাগ করা হয়েছে। প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। যখন দুই ভাগের সন্ধি হয় তখন আমরা তাকে সন্ধ্যা বলি। হিন্দু ধর্মীয় অনুযায়ী ব্রাম্মান্ড পাচ ধরনের তত্ত্ব দিয়ে তৈরি। আর এই পাচ ধরনের তত্ত্ব দিয়েই সব কিছু নিয়ন্ত্রণ করে।  আর এই অগ্নিতত্ত,  জড়তত্ত্ব,  ধুপ দিয়ে বায়ু তত্ত্ব,  ফল ও ফুল দিয়ে পৃথিবী তত্ত্ব সঞ্চারিত হয়।  আর এই বায়ু তত্ত্ব দিয়ে পরিবেশের বাতাসের উপস্থিত থাকা বহুধরনের জীবানু অবসান করে। আর ধুপ দেওয়ার সাথে সাথে শংখ ও কাসর বাজানোর মাধ্যমেই ভগবানের আরোধনা করতে হয়। 


সন্ধ্যা আরতিতে কেন ধুপ দেওয়া হয়?


সন্ধে আরতি করার সময় হিন্দুধর্মের সকল বাড়িতে ধুপ দেয়। সন্ধে আরতি তে ধুপ দিলে ভগবান খুশি হন। সন্ধে আরতি তে ভগাবান কে ডাকার জন্য শংক এবং কাসর বাজানো হয়। প্রতিটি হিন্দু বাড়িতে সন্ধার সময় ধুপ দিয়ে সন্ধে আরতি করে থাকেন।

ধুপ কাঠি কেন প্রজলিত করা হয় দোকান বা বাড়িতে?


সন্ধে বেলা হিন্দু দোকান বা বাসা বাড়িতে ধুপকাটি জালানো হয় এর উন্যতম কারন হলো দোকানে পুজা অর্চনা বা সন্ধে আরতি করা। দোকানে অনেক লোকের সমগম হয়ে থাকে। আর মানূশের যে শরির গন্ধ থাকে তা বায়ু মন্ডলে মিশ্রিত হয়ে পুরো দোকানে একটি গন্ধ সৃষ্টি হয়। আর সেই গন্ধ কে দূর করার সাথে সাথে দোকানে সন্ধে আরতি বা সন্ধে পুজা করা হচ্ছে ধুপকাঠি দেওয়ার উন্যতম কারন।
أحدث أقدم