শিব কেন মারা গিয়েছিলো।  শিবের কেন মৃত্যু হয়েছিলো। ভগবান মারা গেলো কেন?
শিব

শিব কেন মারা গিয়েছিলো।  শিবের কেন মৃত্যু হয়েছিলো। ভগবান মারা গেলো কেন? এসব প্রশ্নের উত্তর দেবো আজ আপনাদের। 


শিব হচ্ছে পবিত্র বেদ অনুযায়ী নিরাকার ব্রম্মের মঙল ময় নাম অর্থাৎ শিব হলো মঙলময় পরমাত্মা। পরামেশ্বর জন্ম মৃত্যুহীন শরীর বিহিন। তাই শিবের মৃত্যু অসম্ভব। পৌরানিক কাহিনী তে শিবের মৃত্যু বলে কোন উপাখ্যান আছে বলে আমার জানা নেই। 


এখন আপনি যদি টিভি সিরিয়াল দেখে গুগলে সার্চ করেন তাহলে এই বিষয়ে কোন তথ্য পাবেন না। কেননা শিবের মৃত্যু হয়েছিলো বলে কোন উপাখ্যান নেই। টিভি সিরিয়ালে অনেক কিছুই দেখাই অতিরঞ্জক করার জন্য। বা বিনোদনের জন্য। টিভি সিরিয়ালের সাথে কোন ধর্মের বেদ,  উপনিষদ, মহাভারত, অহ, রামায়নের বই সাথে তুলনা করলে ভুল করবেন। কেননা পৌরানিক কাহিনীর সাথে টিভি সিরিয়ালের কোন মিল নেই।


তাই আমি বলবো, যে টিভিসিরিয়াল দেখার পর, গুগলে সার্চ করে মহাভারত, রামায়ণ, ও হিন্দু ধর্মের বিভিন্ন বই পাবেন পিডিএফ ফাইল আকারে। চাইলে ওই বই গুলো পড়তে পারেন।


তাহলে বুঝতে পেরেছেন আশা করি, যে শিবের কেন মৃত্যু হয়েছিল। আসলে শিব তো নিরাকার একটি ভগবানের মঙলময় শক্তি যার কোন মৃত্যু নেই। ধন্যবাদ,  লেখাটি পড়ারর জন্য। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

أحدث أقدم