আজ আমরা জানবো অবতার কি । এবং অবতার কাকে বলে? ঈশ্বর কেন অবতার রুপে পৃথিবীতে অবতরণ করেন বিস্তারিত।
অবতার কাকে বলে?
যখন অবতার ধর্মের গ্লানি উপস্থিত হয় অর্থাৎ অবিচারে অন্যায় বিপর্যস্ত হয় মানবজীবন এবং অধর্মের অভ্যুন্থান ঘটে তখন ঈশ্বর কোনো না কোনো রুপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন। অবতরণ শব্দের অর্থ নেমে আসা। ঈশ্বর বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন বলা হয়। যেমন ঈশ্বর ত্রেতা যুগে রাম-রূপে অবতরণ করেছিলেন। রাম অবতারে তিনি রাবণ সহ দুর্বৃত্তদের দমন করে ধর্ম বা ন্যাওয় ও সত্যের প্রতিষ্ঠা করেছিলেন। এবং দ্বাপর যুগে ঈশ্বর বা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণরূপে নেমে এসেছিলেন। অন্যান্য অবতার ঈশ্বরের পূর্ণ অবতার। তাই বলা হয়েছে- কৃষ্ণস্তু ভগবান স্বয়ম - অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান।
ঈশ্বর কেন অবতার রুপে পৃথিবীতে অবতরণ করেন?
ভগবান বা ঈশ্বর যুগে যুগে বিভিন্ন রুপে পৃথিবীতে অবতাঁর রুপে আবির্ভুত হয়েছেন। আর অবতার রুপে ভগবানের বার বার পৃথিবীতে আসার কারণ হলো। ধর্মের গ্লানি অর্থাৎ অধর্মের বৃদ্ধি পাওয়া। ধর্মের পথ ছেড়ে অধর্মের পথে চলে যাওয়া। ধর্মের ঋষি মুনিদের প্রতি অত্যাচার। এছাড়াও মিথ্যেচারে ভরে যাওয়া উন্যতম কারণ। তবে আমরা যদি কিছুকাল আগের কথা যেমন শ্রীকৃষ্ণ অবতারের যদি বিশ্লেষন করি তাহলে বুঝতে পারি যে, কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রান গেছিলো। কুরু ক্ষেত্রের যুদ্ধ ছিল ধর্ম যুদ্ধ। এই যুদ্ধে শুধু মাত্র পঞ্চ পান্ডব ছাড়া বাকি সবার মৃত্যু হয়েছিলো। এই যুদ্ধ ছিলো একটি ধংশ যজ্ঞ যেখানে ধার্মিক অধার্মিক সকলের মৃত্যু হয়েছিল। আর এই যুদ্ধের ফলে মহাভারতের ইতিহাসে নতুন করে ধর্মের স্থাপন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ।
যখন ধরাধামে ধর্মের পরাজয় এবং অধর্মের জয় ঘটে এবং ধর্মের পথ ছেড়ে সকলেই অধর্মের পথে চলে যায় তখন ভগবান ধর্মের রক্ষার জন্য বার বার অবতার রুপে পৃথিবীতে অবতীর্ন হন।
আরো পড়ুন মহাভারত শৌনকের আশ্রমে সৌতি - আদি পর্ব - মহাভারত।