"সৎসঙ্গ" কি খুব প্রয়োজন ? এটা নিয়ে কাহিনীঃ

"সৎসঙ্গ" কি এবং "সৎসঙ্গ" কেন প্রয়োজন । একটি শিক্ষামুলক ভগবানের গল্প।

একদা একসময় বহুবছর আগে এক যুবক সৎসঙ্গে থেকে হরিনাম জপ করতো। একদিন যুবকের মনে বিকৃত একটি মনোভাব জন্ম নিলো। যুবকটি মনে মনে ভাবলো যে মৃত্যুতো সবারই হয়। সৎসঙ্গ করছি তবুও যদি মৃত্যু অথবা যদি আনান্দ আর মজায় মস্তিতে দিন কাটায় তবুও আমার মৃত্যু হবে । মৃত্যু তো যে কাজই করি না কেন হবে তাহলে সৎসঙ্গ কেন করবো? বা সৎসঙ্গের মহিমা কি আনান্দ মজার মহিমা কি!


সৎসঙ্গের মহিমা কি ? মনে মনে যখন এই কথাটি ভাবছিলো তখন ভাগ্য চক্রে এক বৃদ্ধ সাধু বাবার সাথে দেখা হলো। এবং যুবক টি সাধুবাবাকে জিজ্ঞেস করলো , আচ্চা সাধু বাবা মৃত্যু তো একদিন হবেই তাহলে যে সৎসঙ্গ করছি তার প্রয়োজন কি?


সাধু বাবা তখন তাঁকে বুঝাতে লাগলেন : "দেখ বেটা, যখন একটা বাঘিনী শিকার করে ,প্রথমে শিকারকে ধরে তারপর শিকারের ঘাড়ে দাঁত ঢুকিয়ে কামড়ে ধরে মেরে ফেলে এরপর শিকারকে কামড়িয়ে কামড়িয়ে মাংস খায় , আবার যখন ঐ বাঘিনী আবার তার ঐ কঠিন দাঁত দিয়ে নিজের বাচ্চাকে ধরে, সে তখন কিন্তু বাচ্চাকে খুব ভালবেসে ধরে। সে ঐ দাঁত দিয়েই বাচ্চাটিকে এমনভাবে ধরে যেন বাচ্চাটি ব্যথা না পায় তারপর আস্তে আস্তে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়।


এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে , বাঘিনী, দাঁত এবং মুখতো একই এখানে তাহলে বাঘিনীর ভালবাসার মধ্যে প্রার্থক্য কি?


ঠিক এই রকম ভাবে যে সৎসঙ্গ করে, ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয়, ভগবান শ্রীকৃষ্ণকে সব সময় মনে করে, তখন ভগবান শ্রীকৃষ্ণও তার কথা চিন্তা করে সব সময়। আর মৃত্যু আসার পর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে তাকে নিজের ভগবদধামে নিয়ে যায় , তখন সেই ব্যক্তি জন্ম জন্মান্তরের বন্ধন থেকে সারা জীবনের জন্য মুক্ত হয়ে যায় ।


আর যাঁরা সৎসঙ্গ করে না, ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে না ,ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভগবান বলে মানে না, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে অবজ্ঞা করে , জীবনে সে ৮৪ লক্ষ জন্মে জন্ম-জন্মান্তরে সে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে.......। "তখন ঐ যুবক সাধু বাবার মুখে সৎসঙ্গের মহিমা কি শুনে সব বুঝতে পারল , এরপর যুবকটি আবার সৎসঙ্গে ডুবে গেল , তার মনের মধ্যে আর কোনো দ্বিধা রইল না,


এবার সে আগের চেয়ে দ্বিগুণ ভাবে মন লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে।


আরো পড়ুন..........

রামায়ণ অযোদ্ধা কান্ড। প্রথম খন্ড/প্রথম সর্গ।

সৌনকের আশ্রমে সৌতি। আদিপর্ব/মহাভারত।

ধর্মিয় শিক্ষামুলক গল্প। মহাভারত

মীরা বাঈ রাধা-কৃষ্ণ। মহাভারত

أحدث أقدم